আগামী কয়েকদিন চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বর্ষার প্রকোপে ঢাকা, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস।
গভীর সঞ্চালনশীল মেঘ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
রাজধানীসহ সারা দেশেই বেড়েছে বৃষ্টিপাত। তাপমাত্রা কমেছে অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির প্রভাবে ডুবে গেছে দেশের বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের হাওর অঞ্চলেও ভারী বর্ষণের আভাস দিচ্ছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
শুক্রবার দুপুর পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৬ মিলিমিটার।