কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষা বর্ষের ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ৩ জুন ২০২২ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবি পশু পালন অনুষদের ডিন, ডিন পরিষদ এর আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা ২০২১-২০২২ এর ফোকাল পয়েন্ট প্রফেসর ড. এ.কে ফজলুল হক ভূইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলসহ অন্যান্যরা ।