আজহারুল ইসলাম তুষার, ময়মনসিংহ: ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাইকার অর্থায়নে কাজিরশিমলায় স্থাপিত কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র উদ্বোধনের পাশাপাশি খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহ জেলার ত্রিশালে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম। এসময় কোনাবাড়ি ত্রিশাল ময়মনসিংহে রিভার সাইড ফার্ম এ ঘি প্রস্তুত কারখানা ও খামার পরিদর্শন করার পাশাপাশি তিনি ছলিমপুর গাভী পালন সি আইজি ও তাদের স্থাপিত মিনি পাস্তুরাইজেশন প্লান্ট পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
কৃত্রিম প্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র উদ্বোধনের পাশাপাশি খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কার্যক্রমের উপর তথ্য উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ মোহাম্মদ হারুন-অর-রশিদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও বগুড়া শেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।