টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন যোগাযোগের অন্যতম ব্যাকবোন এই ফাইবার আমদানিতে আগেই ১৫ শতাংশ আমদানি শুল্ক ছিলো। এবার বাজেটে ১০ শতাংশ সম্পূরক শুল্ক এরসঙ্গে যোগ করা হলো।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘দেশে বর্তমানে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরির কারখানা গড়ে উঠেছে। পণ্যটি আমদানিতে ১৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশীয় শিল্পের অধিকতর প্রতিরক্ষণের লক্ষ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।’
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ।
এটি দেশের ৫১ তম, আওয়ামী লীগ সরকারের ২২ তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।