WPSA-BB এর আয়োজনে “International Seminar & Policy Discussion on Safe and Sustainable Poultry Production in Bangladesh” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।
আজ ১০ জুন ২০২২, সকালে ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে WPSA-BB এর সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মনজুর মোহাম্মদ শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সেমিনার টেকনিক্যাল কমিটির কনভেনার প্রফেসর ডা: মোঃ রফিকুল ইসলাম , WPSA-BB নির্বাহী কমিটির সদস্য শামসুল আরেফিন খালেদ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন WPSA- BB এর সাধারন সম্পাদক মোঃ মাহবুব হোসেন।
উল্লেখ্য যে, ১ম দিনের ২য় সেশনে গুণগত মান সম্পন্ন ব্রয়লার মুরগি ও মাংস উৎপাদন বিষয়ের পাশাপাশি প্রান্তিক ব্রয়লার খামারিদের সাসটেইনিবিলিটি নিয়ে আলোচনা হবে। ১১ জুন ২য় দিনে রোগ নিয়ন্ত্রণ, জৈব নিরাপত্তা ও এন্টিমাইক্রোবিয়াল এর পাশাপাশি “ব্রয়লার বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ এবং অন্যান্য প্রক্রিয়াকরণ” এবং কালার চিকেনের সুবিধা ও চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা হবে। এছাড়াও উক্ত সেমিনারে আমন্ত্রিত আলোচকবৃন্দরা পোল্ট্রি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর পুর্ণাঙ্গ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করবেন।