মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

করমুক্তির দাবি আইএসপিএবির – টেক শহর

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর শূন্য শতাংশ করা দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ।

সংগঠনটি এই করমুক্তি পেতে ডিজিটাল টাস্কফোর্সের সিদ্ধান্ত সংযুক্ত করে রাজস্ব বোর্ড চিঠি পাঠিয়েছে। ৮ জুন পাঠানো ওই চিঠির অনুলিপি তারা টেলিযোগাযোগ বিভাগ, অর্থমন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও বিটিআরসিকেও দিয়েছে।

এতে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক উল্লেখ করেছেন, বর্তমানে দেশের ব্রডব্যান্ড পেনিট্রেশন ৬ শতাংশ । বিশ্বের কাছে দেশকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হলে দেশের ব্রডব্যান্ড পেনিট্রেশন থাকতে হবে ৫০ শতাংশেরও বেশি। আইএসপি যেহেতু ক্ষুদ্র ও মাঝারি শিল্প তাই ব্রডব্যান্ড সম্প্রসারণে অবকাঠামো তৈরিতে সরকারের রাজস্ব সহায়তা প্রয়োজন।

Techshohor Youtube

‘শুধু ভ্যাট ট্যাক্স ও অন্যান্য কর শূন্য শতাংশ করলে এই পেনিট্রেশন ৩০ শতাংশে পৌঁছে যাবে’ উল্লেখ করেন তিনি।  

এদিকে চলতি বছরের ৭ এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইএসপি সেবাকে আইটি, আইটিইএস সেবায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে এটি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পরিপত্র জারি করেনি রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার বাজেট প্রস্তাবেও এ বিষয়ে কিছু রাখা হয়নি।

সংগঠনটি আশা করছে ডিজিটাল টাস্কফোর্সের সিদ্ধান্ত শিগগির বাস্তবায়নসহ তাদের করমুক্তি দেয়া হবে।




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102