চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হচ্ছে দিনাজপুরে লিচু। প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকায়। সেই অনুসারে প্রতি পিস বিক্রয় মূল্য দাড়াচ্ছে ২৫ টাকায়। গত ২ বছরের তুলনায় এ বছর দ্বিগুন দামে লিচু বিক্রি করতে পেরে খুশি প্রান্তিক চাষিরা।
জানা যায়, বোম্বাই, বেদানা ও চায়না-থ্রি জাতের লিচু গত কয়েক বছরের তুলনায় এবার বেশি দামে বিক্রি হচ্ছে। বড় আকারের চায়না-থ্রি লিচু বিক্রি করছি প্রতি হাজার ২৫ হাজার টাকায়। তাছাড়া বোম্বাই জাতের লিচু আকার ভেদে প্রতি হাজার বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩৫০০ টাকায়, বেদানা লিচু ৮ হাজার থেকে ১৩ হাজার।
অস্থায়ী লিচু বাজারের বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, গত ২ বছরের তুলনায় এ বছর লিচুর দাম একটু বেশি। লিচুর দাম বেশি হওয়ায় সাধারণ মানুষরা কিনতে পারছেনা। কিন্তু এবারে লিচুর চাহিদা অনেক বেশি থাকার পাশাপাশি ফলনও তুলনামূলক কম হওয়ায় দাম বেশি থাকছে। চায়না-থ্রি লিচুর বীজ ছোট, মাংস ও স্বাদ বেশি হওয়ায় বেশি দামেই কিনছেন ক্রেতারা।
আরেক বিক্রেতা সারোয়ার হোসেন বলেন, আজকে বাজার থেকে লিচু ২২ হাজার টাকা করে কিনেছি। তাছাড়া লিচুর পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে ২৫ হাজার টাকা করে বিক্রি করছি। কিন্তু দাম একটু বেশি হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গিয়েছে।
গাইবান্ধা থেকে লিচু কিনতে আসা হাসান আলী বলেন, দিনাজপুরের লিচুর চাহিদা আমাদের এলাকায় অনেক। তাছাড়া এ এলাকার লিচুর মিষ্টতা ও স্বাদ বেশি হয়। তাই পরিবারের জন্য কিনতে এসেছি। গত বছরেও এসেছিলাম। কিন্তু এবারে দাম অনেক বেশি। বেদনা ও চায়না-থ্রি লিচুর অনেক দাম হওয়ায় বোম্বাই লিচু কিনেছি।