মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

দ্বৈতকর হতে মুক্তি পেলো এনটিটিএনরা – টেক শহর

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
দ্বৈতকর হতে মুক্তি পেলো এনটিটিএনরা - টেক শহর

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আয়ের উপর দ্বৈতকর দেয়া হতে মুক্তি পেয়েছে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন প্রতিষ্ঠানগুলো।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই অব্যাহতি দেয়া হয় তাদের।

এনটিটিএনরা তাদের সেবাগ্রহীতাদের হতে নেয়া সেবামূল্যে ভ্যাট পরিশোধ করার পর আয়ের একটি অংশ লাইসেন্সের শর্ত হিসেবে রেভিনিউ শেয়ারিং হিসেবে বিটিআরসিকে দিয়ে থাকে।

Techshohor Youtube

আবার রেভিনিউ শেয়ারিং হিসেবে পরিশোধযোগ্য রাজস্বে ‘উৎস মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২১’ অনুযায়ী বিটিআরসিও ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায় করতে পারে।

এক্ষেত্রে দেখা যাচ্ছে এনটিটিএনদের উপর দ্বৈত কর আরোপ হয়ে যাচ্ছে।

তাই চলতি বাজেট প্রস্তাবে এনটিটিএন সেবার বিপরীতে বিটিআরসিকে দেয়া রেভিনিউ শেয়ারিংয়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব এসেছে।

ফাইবার অ্যাট হোমের চিফ অব গভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা আব্বাস ফারুক টেকশহরডটকমকে জানান, দ্বিতকর দেয়াটা অমানবিক ছিলো। এ থেকে মুক্তি দেয়ার জন্য অর্থমন্ত্রণালয়, এনবিআর ও বিটিআরসিকে এ জন্য ধন্যবাদ জানান তিনি।

ইতোমধ্যে এ বিষয় নির্দেশনা জারি করেছে এনবিআর। ৯ জুন হতেই এটি কার্যকর হয়েছে।




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102