সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে কেজিপ্রতি ১০০ টাকা বেড়েছে শুকনো মরিচের দাম। পাশাপাশি কেজিতে ১০-২০ টাকা বেড়ে প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। তবে কমতে শুরু করেছে পেঁয়াজ ও রসুনের দাম।
শুক্রবার (১৭ জুন) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, সাতরাস্তা, মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। শুকনো মরিচের দাম ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও কেজি বিক্রি হয়েছিল ৩০০ টাকায়।
দাম কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর একটু ভাল মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। বাজারে রসুনের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। এক সপ্তাহ আগে কেজি ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।