প্রথমবারের মত বিশ্বের ৫টি দেশে রপ্তানি হবে উত্তরাঞ্চল বিশেষ করে রংপুরের সর্বাধিক জনপ্রিয় আম হাড়িভাঙ্গা। স্বাদে গুণে অনন্য এ আম চলতি বছর ভারত, ভুটান, শ্রীলংকা, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে রপ্তানি হবে।
জানা যায়, প্রতিবছর এই জাতের বিপুল পরিমাণ আম উৎপাদন হয়ে থাকে। চলতি বছর ১,৮৮৭ হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আম চাষ করা হয়েছে। যদিও এই আম দেশেই বিক্রি হত। কিন্তু এ বছর রপ্তানির সিদ্ধান্ত হয়েছে যার বাজারমূল্য ধরা হয়েছে দেড়শ থেকে দুইশো কোটি টাকা।
এদিকে প্রতি হেক্টর জমিতে ১৬মেট্রিক টন। সেই হিসেবে ৩০ হাজার দুইশ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছেন কর্মকর্তারা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবার রহমান বলেন ” মিঠাপুকুর উপজেলা থেকে এই আমটি রপ্তানি হবে প্রথমবারের মত। গত বছর প্রধানমন্ত্রী ভারতে উপহার হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু এই বছর প্রথম বারের মত রপ্তানি করা হবে”।