মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম

পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে – এমপি মিলন

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন পদ্মা সেতু হবে। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সেই সাথে কোটি বাঙালির মনের আশা পূরণ হবে।

শনিবার (১৮ জুন) রাতে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিরুল আলম মিলন বলেন,পদ্মা সেতু চালু হলে পর্যটন খাত এগিয়ে যাবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর কেন্দ্রিক বিনিয়োগ বাড়বে।মানুষের চলাচল সহজ হবে এছাড়া চিংড়ি ও সবজিসহ কৃষি পণ্যও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রবীণ এই নেতা।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দিন আকন শান্ত,

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন খোকন,২ নং খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন,আওয়ামীলীগ নেতা শাজাহান বাদল জোমাদ্দার,আলমগীর হোসেন তালুকদার, আসাদুজ্জামান স্বপন,তপু বিশ্বাস, সরোয়ার হোসেন তালুকদার,জিয়া উদ্দিন তালুকদার প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102