সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় উপজেলা নারী ফোরামের উদ্যোগে অসহায় ও স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৮জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি রাহিমা আক্তার হাসি, উপজেলা প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান প্রমুখ।
নারী ফোরামের সভাপতি রাহিমা আক্তার হাসি জানান, বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ৪০ জন স্বামী পরিত্যাক্ত ও অসহায় নারীদের সাবলম্বি করে গড়ে তোলার জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।