মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম

সুন্দরবন সংলগ্ন শরণখোলা থেকে ১৫ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার! ভিডিও সহ।।

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলায় খুড়িয়াখালী গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার বন সংলগ্ন গ্রামের মোদাচ্ছের ধলাইয়ের বাড়ির ডোবা থেকে ইলিশের জালে জড়ানো অজগর সাপটিকে উদ্ধার করে সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা।

পরে বনবিভাগের সহায়তায় এটি বেলা ১১ টার দিকে অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। সাপটি ধরা পড়ার আগে ওই গৃহস্থের তিনটি মুরগী খেয়ে ফেলে বলে জানা যায়।

পৃথিবীর অন্যতম বৃহৎ সাপ। বাংলাপিডিয়া অজগর সম্পর্কে বলছে, এটি সার্পেন্টস বর্গের অন্তর্গত নির্বিষ সাপ।

অন্য যেকোন সাপের তুলনায় অজগর দীর্ঘ হয়। এর আঁশ মসৃণ।

অজগরের দাঁত অত্যন্ত শক্তিশালী, কিন্তু কোনো বিষদাঁত নেই।

গ্রীবা স্পষ্ট, মস্তক প্রশস্ত এবং তুন্ড দীর্ঘ।

অজগরের চোয়ালের পেশীগুলো খুবই নমনীয়

শিকারকে শক্তভাবে জড়িয়ে ধরে রক্ত চলাচল বন্ধ করে দেয় অজগর সাপ

অজগর বড় প্রাণী খায়, মানে ইঁদুর থেকে শুরু করে মানুষ পর্যন্ত গিলে খেতে পারে। মৃত প্রাণী খায় না অজগর।

লোকালয়ে ধরা পড়া অধিকাংশ অজগর পাওয়া গেছে হাঁস-মুরগির খামারে, না হয় মাছের ঘের বা পুকুরে।

তবে অজগরের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল এবং হরিণের মত প্রাণী।

খাওয়ার আগে অজগর তার শিকার পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে।

প্রাণীবিদরা বলছেন, অজগর লোকালয়ের কাছাকাছি থাকা প্রজাতির সাপ নয়। কিন্তু গত এক মাসে লোকালয়ে বেরিয়ে আসা অন্তত ছয়টি বিরাটাকায় অজগর ধরা পড়েছে। সবগুলোকেই উদ্ধার করা হয়েছে কৃষক বা খামারীদের পেতে রাখা জালে আটকে পড়া অবস্থায় এবং পরে সেগুলোকে উম্মুক্ত বনভূমিতে ছেড়ে দেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান,  উদ্ধারকৃত অজগরটি ১৫ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২০ কেজি। স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করে শরণখোলা ফরেস্ট অফিসে নিয়ে আসে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে বনে অবমুক্ত করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102