আজহারুল ইসলাম তুষার, ময়মনসিংহঃ ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রথমবারের মত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুন ২০২২, ময়মনসিংহের ত্রিশালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য নির্ধারিত জাতীয় শুদ্ধাচার কৌশলের নিরিখে উক্ত শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়।
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, নিঃসন্দেহে এটি একটি অনন্য উদ্যোগ। সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য নির্ধারিত জাতীয় শুদ্ধাচার কৌশল কে বিবেচনা করে এই শুদ্ধাচার পুরস্কার প্রদান কার্যক্রম দপ্তরের কাজকে আরও গতিশীল করবে।
এ বছর কয়েকটি ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক আজাহারুল ইসলাম।