সুন্দরবন ডেক্স: স্বপ্নের পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনে আনন্দ-উৎসব পালন করেছে উপজেলা প্রশাসন। ২৫ জুন শনিবার সকাল থেকে এসব আনন্দ উৎসবে যোগ দেয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্ধোধনি অনুষ্ঠান দেখানো হয।
এরপর পদ্মা সেতুর ছবিসংযুক্ত ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিয়ে আনন্দ উদযাপন করা হয়। পরে উপজেলা সদরের রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে জনসাধারনের মধ্যে মিষ্টি বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী। এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জার আয়োজন করা হয়। এদিকে শরণখোলা থানা পুলিশ স্বপ্নের পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি বের করে। উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরন করেন শরনখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন।