মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় ১,৭১৪ টি মোবাইল নেটওয়ার্ক সাইট সচল – টেক শহর

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় ১,৭১৪ টি মোবাইল নেটওয়ার্ক সাইট সচল - টেক শহর

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় মোবাইল নেটওয়ার্কের মোট ২,৫২৮টি সাইটের মধ্যে ১,৭১৪ টি সাইট সচল হয়েছে। তবে ১৯০ টি সাইট এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে ।

বন্যা দূর্গত জেলায় যে সকল এনটিটিএন অপারেটরদের (বাহন লি:, ফাইবার এট হোম লি: এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড) উপস্থিতি রয়েছে তাদের অধিকাংশ পপ বর্তমানে সচল অবস্থায় রয়েছে। উল্লেখ্য যে, বর্ণিত অপারেটরসমূহের সচল পপসমূহের সংখ্যা গতকাল হতে আরোও বৃদ্ধি পেয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১০৫টি আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। উক্ত এলাকাসমূহে আইএসপি অপারেটরদের বর্তমানে ৩৭৫টি Point of Presence (PoP) রয়েছে। চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উক্ত এলাকাসমূহের বেশ কিছু আইএসপি অপারেটরদের নেটওয়ার্ক স্থাপনাসমূহে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে, উক্ত PoP সমূহের মধ্যে ৩৪টি এখনও অকার্যকর। ইন্টারনেট সংযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানের কর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

Techshohor Youtube

সুত্র – প্রেস বিজ্ঞপ্তি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102