চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় আলিয়া ভাট জানালেন তার প্রেগন্যান্সির সুসংবাদ। এমন সংবাদে বেশ বিস্ময় প্রকাশ করেছেন ভক্ত সমর্থকেরা। আলিয়ার শাশুড়ি নীতু সিংও ভীষণ গর্বিত এ ব্যাপারে। তবে এই ঘটনা চাউর হবার পর থেকে বেশ বিপদে আছেন বাংলার গৃহবধূরা। কয়েকটি গোপন সূত্র থেকে জানা গেছে, বেশ কয়েকজন শাশুড়ি তাদের ছেলের বউদের আলিয়া ভাটের পা ধোয়া পানিও খেতে বলেছেন।
এ ব্যাপারে বেগমগঞ্জের রওশন (২৭) নামের এক গৃহবধূ জানান, ‘ভাইরে, আমার শ্বশুরবাড়ি আলিয়া ভাটের বিশাল বড় ফ্যান৷ প্রতিদিন খালি ওর সাথে আমার তুলনা দেয়। আলিয়ার প্রেগন্যান্সির নিউজ জানার পরে বাড়িতে আগুন লেগে গেছে। আলিয়ার মাত্র আড়াই মাস পরেই পেটে বাচ্চা আসছে, এদিকে আমার বিয়ের পাঁচ বছর হইলো। এখনো কোনো বাচ্চাকাচ্চা নাই। এ নিয়ে অনেক খোঁচাখুঁচি। আমার শ্বশুর ইতিমধ্যে ইন্ডিয়া রওনা দিছে আলিয়ার পা ধোয়া পানি আনার জন্য… ’ এই বলে কান্নায় ভেঙে পড়েন রওশন।
একটু পর তিনি শান্ত হয়ে আরও বলেন, ‘ ছোটবেলায় ক্লাস টু-তে থাকতে আম্মা একবার রোল এক এর পা ধোয়া পানি খাওয়াইছিলো। কোনো লাভ হয় নাই। ওই পরীক্ষায়ও আমি ফেল করছি। এইগুলা উনাদেরকে কে বুঝাবে এখন…?’
গোপন সূত্রে জানা গেছে, ছেলের বউদের ব্যাপারে একত্রিত হয়েছেন একটি সংঘবদ্ধ শাশুড়ির দল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শাশুড়ি বলেন, ‘রণবীর পোলাডারে আলিয়া তো ঠিকই ভালোবাসা দিয়ে ঘরমুখী কইরা তুলছে৷ এখন শুনছি রণবীর খালি ডাল-ভাত খায়। বিয়ের পরে মানুষের কী পরিবর্তন হয় দেখছেন? আমার বদমাইশ পোলারই খালি কোনো গতি হইলো না..’
শুধু সাধারণ পরিবার নয় একই অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকোনও। এক ভুয়া সূত্রকে দীপিকা বলেন, ‘আলিয়া আমাদেরকে জাস্ট বিপদে ফেলে দিয়েছে। ওর সংবাদ পাওয়ার পরই বেশ কয়েকবার আমার রুমে এসে শাশুড়ি জিজ্ঞেস করেছে আমি কবে সুসংবাদ দিবো। জীবন যুদ্ধে কে এগিয়ে গেলো এটাও তিনি জিজ্ঞেস করেছেন। বুঝতে পারছি না এখন কী করবো…’