মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার সুন্দরবন থেকে ৪ জেলে আটক

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২

সুন্দরবন ডেক্স: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। সোমবার (২৭জুন) সকালে ওই জেলেদের বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরা জাল এবং নিত্য ব্যবহারী বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন পাথরঘাটা উপজেলা চরদুয়ানী এলাকার আ. জলিল (৪৫), সাইফুল ইসলাম (২১), মুসা মিয়া (৩২) এবং খুলনার রুপসার মুরাদ হোসেন (৪০)। এর আগে রবিবার দুপুরে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাউন্ডারি এলাকার দুধরাজ খাল থেকে এসব জেলেদের আটক করে বনরক্ষীরা।

পূর্ব বনবিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, মৎস্য প্রজাতির প্রজনন মৌসুম চলমান থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য গোটা সুন্দরবনে মাছ ধরাসহ সব ধরণের পাসপারমিট বন্ধ রয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে নামধারী দুর্বৃত্ত গোপনে বনে প্রবেশ করে মাছ শিকার করার প্রস্তুতি নেয়।

এই খবর জানতে পেরে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের প্রতিরোধ করতে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102