ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ এমনকি মাছের ডিমও এ জালে আটকে পড়ে। কারেন্ট জাল থেকেও ভয়ংকর এই চায়না জাল। চায়না জালের মাধ্যমে ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবাধে মাছ নিধন চলছে।
কৃষক আলমগীর বলেন, এই জাল নদী থেকে শুরু করে গ্রামের সুড়ঙ্গ, পুকুর ও খালের মুখে পেতে রাখে। এর ফলে ছোট মাছসহ ডিমও জালে ধরা পড়ে যায়। ফলে ডিম ফুটে মাছের বংশ বিস্তার হচ্ছেনা।
ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, এই জাল গোপনে বিক্রি করা হয়। প্রায় ৭৫ ফুট এই জাল জেলেরা ৪ হাজার টাকায় কিনে। কারেন্ট জাল থেকেও বেশি ক্ষতিকারক এই চায়না জাল। এই জালের কারনে ছোট জাতের মাছ আর দেখা যাবে না।
উপজেলা মৎস কর্মকর্তা এম মাহবুবুল হক বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে অতি শিঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করা হবে।