বাংলাদেশে ১১ বছর পর বুধবার থেকে শুরু হয়েছে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। তবে অন্য বছরের তুলনায় এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম করা হচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। তবে বাসায় বাসায় গিয়ে নাম, পরিবারের সদস্য সংখ্যা, পেশা, বয়স,ইত্যাদি জানতে যেয়ে ক্লান্ত জরিপকারীরা সম্প্রতি এক অভিনব প্রস্তাব উত্থাপন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জরিপকারী বলেন, ‘সকাল থেকে ত্রিশটা বাসায় গেলাম। ২৮ টা বাসায়ই কোন না কোন সাদিয়া আছে। একই কাহিনী আরও দশটা কলিগের সাথেও হইলো। এরপর আমরা চিন্তা করতে বসলাম জিনিসটাকে আরেকটু কীভাবে সহজ করা যায়। এরপরই মাথায় একটা বুদ্ধি আসে। সব বয়সী ও পেশার সাদিয়াদেরকে চিহ্নিত করে একত্র করতে পারলেই দেশের এক পঞ্চমাংশ জরিপ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এই পদ্ধতি প্রস্তাব করেছি। দুই-একদিনের মধ্যেই পাশ হয়ে যাবে..’
এই জরিপকারীর সাথে সহমত জানান উপস্থিত থাকা আরও ত্রিশজন সহকর্মী। শুধু সাদিয়াশুমারিই নয়, একই পদ্ধতিতে নাজমুস সাকিবশুমারি, জারিন তাসনিমশুমারি, আনিকা তাবাসসুমশুমারির কথাও প্রস্তাব করেন জিয়াউল হক(৪০) নামের একজন ক্রিয়েটিভ ফিল্ড ওয়ার্কার।
তিনি বলেন, ‘প্রত্যেক বাসার ফর্ম ফিলাপের আগে চোখ বন্ধ করে এই নামগুলো লিখে ফেলি। জানি কেউ না কেউ থাকবেই! আজকে নতুন একটা উপায় বের করছি। এক্সপেরিমেন্ট বলতে পারেন। দশটা বাসায় যেয়ে জিজ্ঞেস করলাম, এটা কি জারিন তাসনিমদের বাসা? সাতজন হ্যাঁ বলছে। বাকি তিনজন মুখের উপর দরজা লাগাইছে। সেটা অবশ্য ব্যাপার না। মাঝেমাঝে ভাবি এই নামের কী এমন ফজিলত যার জন্য ঘরে ঘরে এদের পাওয়া যায়…’
কথা বলতে বলতে একসময় জিয়াউল হক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জানান,’আমার বড় মেয়ের নাম জারিন তাসনিম, ছোট ছেলের নাম নাজমুস সাকিব। আরেকটা বাচ্চা নেওয়ার শখ আছে, তার নাম রাখবো আনিকা তাবাসসুম…’
তবে এই শুমারির প্রস্তাবে বেশ খুশি সাদিয়া, আনিকা তাবাসসুম, নাজমুস সাকিব ও জারিন তাসনিমেরা। একজন সাদিয়া আমাদের প্রতিবেদকে বলেন, ‘ভাবতেই খুব ভালো লাগছে সাদিয়াশুমারির উদ্দেশ্যে হলেও এতগুলো নেমমেটের একসাথে দেখা পাবো। শুমারি শেষ হলে আমরা একটা হ্যাং আউটেও যেতে পারি। একজন ‘অ্যাঁই সাদিয়া’ বলে ডাক দিলে আমরা ত্রিশ লক্ষ মেয়ে একবারে ঘুরে তাকাবো। ফ্যান্টাস্টিক ফিলিং!’
তবে এমন প্রস্তাবে বেশ মন খারাপ করে মাইশা ও সাদমান সাকিবেরা। শুমারি কমিটিকে থ্রেট দিয়ে মাইশা নামের এক তরুণী বলেন, ‘আমাদেরকে পাত্তা দিলি না? আরেকবার খালি ফেসবুকে আমগোর নাম নিয়া মিম বানায়া দেখিস…’