ভোর হওয়ার সাথে সাথেই জমে উঠে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর সবজির বাজার। এখন থেকে স্থানীয় ও বিভিন্ন জেলায় সবজির সরবরাহ করা হয়। পুঁইশাক, লালশাক, ধুন্দল সহ বিভিন্ন সবজির সরবরাহ ও দাম বেড়েছে। সবজি প্রতি কেজিতে ৫-৭ টাকা বেড়েছে বলে জানান চাষিরা। পাশাপাশি সব ধরনের কৃষি উপকরনের দাম কমানোর দাবী জানান।
কৃষকরা জানায়, জমি থেকে কেটে এখানে নিয়ে আসি। বাজারে সবজির ভালো দাম পাচ্ছি, তাতে আমরা খুশি।
যাত্রাপুর হাটে লালশাক ৮ টাকা (আটি), পুঁইশাক ৮-১০ টাকা (আটি), লাউ ৩০ থেকে ৩৫ টাকা পিস, কুঁমড়া ২৫ থেকে ৩০ টাকা, করলা ৪৫ টাকা বেগুন ৪০ টাকা ও ঢ্যাঁড়স ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
যাত্রাপুর বাজারের পাইকারি সবজির হাটের ইজারাদার মোঃ গফ্ফার হাওলাদার বলেন, এই হাটের টাটকা সবজি ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যাবে।