ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খামারি ইউনূস মিয়া কোরবানির জন্য হাটে Oঠানো গরুর নাম রেখেছেন জায়েদ খান। জায়েদ খান নামের এই গরুর ওজন ৬০০ কেজি। ইতোমধ্যে গরুটির দাম উঠেছে ৮০ লাখ টাকা।
খবর প্রকাশিত হওয়ার পরই জায়েদ খান গরু নিয়ে মানুষের মাঝে আলোচনা শুরু হয়। কে কিনবে এই গরু তা নিয়ে চারদিকে অপেক্ষা। অবশেষে এই অপেক্ষার অবসান ঘটিয়ে ওমর ও সানি নামের দুই ভাই জানালেন, তারাই কিনবেন জায়েদ খান নামের গরুটি। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।
গরুটি কেন এত পছন্দ হলো জানতে চাইলে তারা বলেন, ‘আমরা দু’জন ওমর সানির ভক্ত। সেজন্য বাবা-মার দেয়া নাম পালটে নিজেদের নাম রেখেছি ওমর ও সানি। জায়েদ খান গরু কেনার জন্য এর চেয়ে বড় কোনো কারণ কি লাগবে?’
এদিকে চিত্রনায়ক ওমর সানি নিজের ফেসবুক আইডিতে বলেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’
তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’