মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৫৯

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্তের হার ১৫.৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬৬১ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ১৫০ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহী বিভাগের, ৩২ জন খুলনা বিভাগের, ৩৩ জন বরিশাল বিভাগের, ১৫ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৮২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

 

খুলনা গেজেট / আ হ আ



Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102