টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারের ঈদুল আজহায় মানুষের সঙ্গে ঢাকার বাইরে গেছে ৬৫ লাখের বেশি সিম।
এই হিসাব ঈদের আগের দু’দিনের।
টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞরা বলছেন, সিম মুভমেন্টের যে পরিসংখ্যান গত কয়েক বছরে এই সময়ে দেখা যায় তাতে ধারণা আরও বেশি সিম ঢাকার বাইরে গেছে।
মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া তথ্যে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এই গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে।
ঈদ উপলক্ষ্যে মানুষ কয়েকদিন আগে হতে ঢাকা ছাড়তে শুরু করলেও এবার ৮ এবং ৯ জুলাই মূল ঈদযাত্রা করে। কারণ ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। আর ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
বিটিআরসিকে দেয়া মোবাইল ফোন অপারেটদের হিসাব বলছে, ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ টি সিম আগের দু’দিন ঢাকার বাইরে গেছে।
এরমধ্যে ৮ জুলাই ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ টি সিম, ৯ জুলাই গেছে ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪ টি সিম ।
এ হিসাবে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২ টি, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ টি, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪ টি এবং টেলিটকের ১ লাখ ৬৮ হাজার ৬৩১ টি সিম রয়েছে।
চলতি বছর ঈদুল ফিতরে এই মানুষের সঙ্গে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ছিলো ১ কোটি ১৬ লাখের বেশি ।