জুমবাংলা ডেস্ক : এত মানবিক ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ঘুম থেকে উঠছে না বাচ্চাটি, ফলে মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। শেষমেশ অন্যের সাহায্যও নেয় সে। তাঁরা এসে বাচ্চাটিকে ডেকে দিলে মা নিশ্চিন্ত হয়।
এ এক মা-হাতির গল্প। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে খুবই মর্মস্পর্শী এই দৃশ্য দেখা গিয়েছে। তার বাচ্চাটি কিছুতেই ঘুম থেকে উঠছে না। মা-হাতিটি তাকে বারবার শুঁড় দিয়ে ঠেলছে, কিন্তু মায়ের শুঁড়ের ঠেলা খেয়েও ওঠেনি সে। তখন তাকে খুবই হতাশ ও অসহায় লাগে। তবে সে হাল ছাড়ে না। এটা ঘটছে একটি চিড়িয়াখানায়। হাতিটি তখন সেই চিড়িয়াখানার কর্মীদের ডেকে আনে বাচ্চাটির কী হল, তা জানার জন্য।
ভিডিওটিতে দেখা যায়, চিড়িয়াখানার কর্মীরা মা-হাতির ডাকে তখনই চলে আসে এবং বাচ্চাটিকে জোরে জোরে ঠেলে ঘুম থেকে তুলে দেয়। ঘুম ভাঙতেই খানিক হকচকিয়ে তার পরেই মায়ের দিকে দৌড়তে থাকে সে। মা-হাতিও হাঁফ ছেড়ে বাঁচে। চলে যান বনকর্মীরা।
Mother elephant can’t wake baby sound asleep and asks the keepers for help.. pic.twitter.com/WTu07sDWLb
— Buitengebieden (@buitengebieden) July 7, 2022
ভিডিওটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। অনেকেই মা-হাতির উদ্বেগের শরিকও হয়েছেন। কমেন্টে লিখেছেন, বাচ্চার এরকম হলে যে কোনও মায়েরই মন এমন উচাটন হয়। তবে অবলা জীব হয়েও হাতিটির এভাবে নিজের মনের ভাব ব্যক্ত করা দেখে আপ্লুত নেটপাড়া।