টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদুল আজহায় মানুষের সঙ্গে ঢাকার বাইরে যাওয়া সোয়া ৭৪ লাখ সিম আবার ঢাকার নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
ঈদের পরদিন ১১ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত ঢাকায় ঢোকা সিমের এই হিসাব করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে সিম মুভেমেন্টের হিসাব দেয়া ১৬ জুলাই পর্যন্তই।
ঈদের আগে এবং পরে কয়েকধাপে মন্ত্রী নিজের ফেইসবুক আইডিতে ঈদে সিমের ঢাকার বাইরে যাওয়া ও ফেরার পরিসংখ্যান তুলে ধরেন।
সিম মুভমেন্টের পরিসংখ্যান অনুযায়ী, এবারের ঈদের আগের দু’দিন ঢাকা ছেড়েছে ৬৫ লাখের বেশি সিম। যদিও ঈদের পরদিনও ১৩ লাখ ৮ হাজার ৬৭৮ টি সিম ঢাকার বাইরে গেছে।
যদি ঈদের পরদিনের হিসাবও এই ঢাকার বাইরে যাওয়া তালিকায় ধরা হয় তাহলে ৭৮ লাখের বেশি সিম এবার ঈদ উপলক্ষ্যে ঢাকার বাইরে গেছে। অন্যদিকে একইদিনে ঢাকায় ঢুকেছে ৪ লাখ ৪৮ হাজার ৬২৭ টি সিম, যে হিসাব আবার যোগ হয়েছে ঢাকায় ফেরার তালিকায়।
মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া তথ্যে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এই গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে।
বিটিআরসিকে দেয়া মোবাইল ফোন অপারেটদের হিসাব বলছে, ঈদের পর এই ৬ দিনে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার ৮০৮ টি, রবির ১৮ লাখ ৪৫ হাজার ২৭৯ টি, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার ৪১৫ টি এবং টেলিটকের ১ লাখ ২৬ হাজার ৪৬৪ টি সিম ফিরেছে বা আবার ঢাকার নেটওয়ার্কে যুক্ত হয়েছে।