জয়পুরহাট সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধলহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শামসুল ও আয়েশা দম্পতি আন্ত:ফসল চাষ করে সফল হচ্ছেন। তারা জমিতে কলা চাষের পাশাপাশি কাটোয়া ডাটা ও বেগুন চাষ করছেন।
শামসুল ও আয়েশা বলেন, কলা চাষের পাশাপাশি আন্ত:ফসল (সাথী ফসল) হিসেবে কাটোয়া ডাটা ও বেগুনের চাষ করছি। প্রায় ৩৩ শতাংশ জমি জুড়ে আমাদের এই চাষ সফলতার মুখ দেখেছে। কাটোয়া ডাটা হলো স্বল্প সময়ের ফসল। এখন কাটোয়া ডাটা বিক্রি করে সংসারে বাড়তি আয় হচ্ছে। ডাটা তুলে বিক্রি করে দিলে সেখানে আবার অন্য কোন সবজি চাষ করা যাবে। কলা গাছ থেকেই যাবে।
সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ধলাহার, শালপাড়া, বিষ্ণুপুর, রামকৃষ্ণপুরের প্রান্তিক চাষিরা আন্ত:ফসল হিসেবে সবজি চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি বিক্রি করে বাড়তি আয়ের ব্যবস্থা করছেন। বসত বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষের জন্য কিছু বেসরকারি সংস্থা কৃষকদের উৎসাহিত করছেন। দিন দিন বাড়ছে আন্ত:ফসল চাষি।
কৃষি বান্ধব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্যেই সরকারি ও বেসরকারি সংস্থা কৃষকদের কৃষি ভিত্তিক নানা পরামর্শ ও সহযোগীতা করছেন।