বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল শরণখোলার ৭৫ ভূমিহীন পরিবার শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর!

নতুন দুই মডেলের স্মার্টওয়াচ আনছে ওয়ালটন

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
Walton Tick Smart Watch

সময়ের কণ্ঠস্বর ডেস্ক: প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য একের পর এক সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ডিভাইস নিয়ে আসছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে এবার নতুন দুই মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের ওয়াচ ডিভাইস ‘টিক’ (TICK) এর প্যাকেজিংয়ে ডব্লিউএসডব্লিউডি (WSWD) এবং ডব্লিউএসডব্লিউই (WSWE) মডেলের নজরকাড়া ডিজাইন এবং আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ নতুন স্মার্টওয়াচগুলো গ্রাহক পাবেন বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে।

জানা গেছে, মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফটাইম সমৃদ্ধ ব্ল্যাক, সিলভার ও গ্রে রঙের স্মার্টওয়াচগুলোতে থাকছে হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, ব্লুটুথ কলিং ও লাউড স্পিকার মিউজিক, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার, ফিমেল হেলথ, মোশন জেসচার, পেস কাউন্টিং, টাইমিং, ফটো কন্ট্রোল, নব বাটন, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, রোটেড বাটন কন্ট্রোল, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ চমকপ্রদ ও কার্যকরী সব ফিচার।

ওয়ালটন আইটি পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, গত বছরের শেষদিকে প্রথম স্মার্টওয়াচ বাজারে ছাড়ি আমরা। সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের কারণে বাজারে আসার পরই ওয়ালটনের স্মার্টওয়াচ ব্যাপক গ্রাহকপ্রিয়তা পায়। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের কাছে গ্রাহকরা উন্নতমানের নতুন নতুন পণ্য প্রত্যাশা করেন। তাই গ্রাহক-চাহিদার প্রেক্ষিতেই নতুন দুই মডেলের স্মার্টওয়াচ আনা হচ্ছে। আশা করছি চলতি মাসেই গ্রাহকরা আমাদের এই ডিভাইস হাতে পাবেন।

ওয়ালটন স্মার্টওয়াচের প্রোডাক্ট ম্যানেজার সাদ শিহাব জানান, আপকামিং ডব্লিউএসডব্লিউডি (WSWD) মডেলে রয়েছে গোলাকৃতি ডায়ালের ১.৩২ ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে, ৩৬০ বাই ৩৬০ পিক্সেল স্ক্রিন রেজ্যুলেশন, ১৯২ কিলোবাইট র‌্যাম, ১২৮ মেগাবাইট রম, ৪ গিগাবিট মিউজিক স্টোরেজ, ২৬০ এমএএইচ ব্যাটারি, ৩৭টি স্পোর্টস মোড, জিপিএস, ইত্যাদি ফিচার।

আর ডব্লিউএসডব্লিউই (WSWE) মডেলে রয়েছে আয়তকার ডায়ালের ১.৬৯ ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে, ২৪০ বাই ২৮০ পিক্সেল স্ক্রিন রেজ্যুলেশন, ১৬০ কিলোবাইট র‌্যাম, ৬৪ মেগাবাইট রম, ২৩০ এমএএইচ ব্যাটারি, ৩২টি স্পোর্টস মোড, ভয়েস এসিস্ট্যান্ট ইত্যাদি।

সিলিকন ও নাইলন স্ট্রাপযুক্ত ওয়ালটনের এই স্মার্টওয়াচগুলোতে গ্রাহকরা ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাবেন।



Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102