সুন্দরবন ডেক্স: শরণখোলার লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রল হরিণটি মারা গেছে। সোমবার (১৮জুলাই) সকালে বন বিভাগের শরণখোলা ষ্টেশন সংলগ্ন এলাকায় মাটি চাঁপা দেয়া হয়।
সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, রবিবার বিকেলে হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান। কিন্তু হরিণটি বনে ছেড়ে দেয়ার পরে হাটতে পারছিলনা। পরে তারা শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে এসে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে খবর দেন।
সন্ধ্যায় ওই দপ্তর থেকে একজন উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা এসে হরিণটির চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতে হরিণটি মারা যায়। এ ব্যাপরে বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হরিণটি মাটি চাঁপা দেয়া হয়েছে।
উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, গ্রামবাসি ধরার সময় হরিণটির মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারনে মারা যেতে পারে।
রবিবার বিকেলে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ঢালির ঘোপ পাড় হয়ে সগির ঘরামির বাড়ির পাশে চলে আসে হরিণটি।
এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বন রক্ষীদের খবর দেয়।