ছয় বছর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা তিনটি মামলায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ১৮ জুলাই ২০২২, সকালে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি নিয়ে বেলা একটার দিকে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল ইসলাম, পরিচালক কাজী জাহিন হাসান ও রাবেত হাসান এবং চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে অসুস্থতা বিবেচনায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এর জামিন মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, দীপ্ত টেলিভিশন ২০১৬ সালের ১৬ মার্চ মন্ত্রী ও তাঁর ছেলে মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর মিথ্যা সংবাদ পরিবেশন করে। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মন্ত্রীর ছেলের ইন্ধনে জেলার চন্দনাইশে কাজী ফার্মসের কর্মীদের ওপর হামলা চালানো হয়। অথচ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।
উল্লেখ্য যে, তিনটি মামলায়ই এই চারজনের সঙ্গে দীপ্ত টিভির বার্তা সম্পাদক, সংশ্লিষ্ট প্রতিবেদকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছিল।
সূত্রঃ প্রথম আলো