ভরা মৌসুমেও পদ্মা নদীতে মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ। পদ্মায় মাছ সংকটে হতাশ হয়ে পড়ছেন রাজবাড়ীর দৌলতদিয়ার জেলেরা। সারারাত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছে না। দুই একটি বড় মাছে উঠলেও তা পরিমানে খুবই কম। ইলিশ মাছ একেবারেই নেই বলে জানিয়েছেন জেলেরা।
এদিকে পদ্মা পাড়ের জেলেদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। সারারাত নদীতে থাকলেও মাছ তেমন পাচ্ছেন না। ৫-৭ জন মাঝি নদীতে মাছ ধরতে গেলে ফিরে এসে ১৫০০-২০০০ টাকার মাছ বিক্রি করতে পারেন। এতে তাদের সংসার চালানো মুশকিল হয়ে দাড়িয়েছে। নৌকা খরচ, সংসার খরচ, এনজিওর কিস্তির টাকা দিতে পারছেন না পদ্মা পাড়ের মাঝিরা। হতাশায় দিন কাটাচ্ছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জেলেরা।
জেলে আলমগীল মন্ডল বলেন, নদীতে মাছ নেই। চিায়না জালের কারণে মাছ বড় হতে পারে না। সারারাত নদীতে থেকে মাছ পেয়েছি মাত্র ৮-১০ কেজি। তা-ও সব ছোট মাছ। মাত্র ২৫০ টাকা কেজি বিক্রি করতে পেরেছি। কিছু ভালো লাগছে না তাই চুপচাপ বসে আছি। গোয়ালন্দ বাজারে কিছু ইলিশ দেখা গেলেও তা সমুদ্র ও বরিশালের নদী থেকে ধরা। বিক্রি হচ্ছে ৬০০-১০০০ টাকা কেজি পর্যন্ত।
সরদার পাড়ার জালাল বলেন, বড় ইলিশের দেখা মিলছে না। মিলছে না অন্য মাছও। এতে জেলেরা অসহায় হয়ে পড়েছে। অনেকে নৌকা নিয়ে নদীতে যাচ্ছে কিন্তু ফিরে আসছে অল্প কিছু মাছ নিয়ে। যা বিক্রি করে নৌকার খরচও উঠবে না। এখন ইলিশ ধরার মৌসুম। কিন্তু ইলিশের দেখা নেই। এখন বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকার কথা ছিল। ইলিশ না থাকায় এখন অন্যান্য মাছের দাম বেশি।