টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ২০১৬ সালের অক্টোবরে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ধামাচাপা দেয়ার কথা স্বীকার করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। এ সাইবার হামলায় পাঁচ কোটি ৭০ লাখ গ্রাহক এবং গাড়ি চালকের গোপনীয় তথ্য ফাঁস হয়েছিলো। ফৌজদারি মামলা এড়াতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজের সঙ্গে এক সমঝোতায় এসব কথা স্বীকার করেছে উবার কর্তৃপক্ষ।
ডিওজের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ফাঁসের ঘটনা ধামাচাপা দেযার ঘটনায় প্ররিপ্রেক্ষিতে যাতে বিচারের আওতায় না পড়তে হয় সেজন্য উবার স্বীকার করেছে যে- কোম্পানির তথ্য নিরাপত্তা নিয়ে এফটিসির তদন্ত বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের কর্মকর্তারা ২০১৬ সালের নভেম্বরে তথ্য ফাঁসের ঘটনাটি ফেডারেল ট্রেড কমিশনকে অবহিত করতে ব্যর্থ হয়েছে।’
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ি, অনুসন্ধানে তথ্য ফাঁসের ঘটননাটি প্রকাশের এক বছর পর এটি সবার সামনে চলে আসে। হাতিয়ে নেয়া তথ্য ডিলিট করার পাশাপাশি এগুলো যাতে গণমাধ্যম অথবা রেগুলেটরদের কাছে প্রকাশ না হয় সেজন্য হ্যাকারদেরকে এক লাখ ডলার মুক্তিপন দিয়েছে কোম্পানিটি।
আরএপি