খুলনার বটিয়াঘাটা উপজেলার টাইখালী বিলে বৃষ্টির অভাবে আমন ধান চাষ করতে পারেনি সহস্রাধিক চাষি। বিলের পাশে কয়েকজন বীজতলা তৈরি করলেও আবাদ হয়নি কোথাও।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এ বছর খুলনায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ১৭০ হেক্টর জমিতে। গত ২৭ জুলাই পর্যন্ত মাত্র ২১ হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১ শতাংশেরও কম। বীজতলা হওয়ার কথা ছিল ৪ হাজার ৯৩০ হেক্টর জমিতে, কিন্তু হয়েছে ১ হাজার ১১১ হেক্টর জমিতে।
চাষি কৃষক শওকত আলী বলেন, আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টি নেই, গত ৪০ থেকে ৫০ বছরে এমন দেখিনি। হাজার হাজার চাষি বসে আছেন। দু’একজন সেচ দিয়ে ক্ষেত তৈরি করছেন।
চাষি আতিয়ার রহমান বলেন, বৃষ্টির অভাবে কেউ জমি তৈরি করতে পারেননি। গত ৫০ বছরের মধ্যে এবারই এ বিলে আমন আবাদ হচ্ছে না। বৃষ্টিহীন আষাঢ়-শ্রাবণ তাঁরা আগে দেখেননি। সবাই খুব কষ্টে আছেন।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ সমকালকে বলেছেন, এ বছর বৃষ্টি কম হওয়ার আরও একটি কারণ হলো লঘুচাপ ও নিম্নচাপের প্রভাব এদিকে পড়েনি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে যদি একটা লঘু বা মৌসুমি নিম্নচাপ হয় তাহলে একটানা ৪ থেকে ৫ দিন বৃষ্টি হয়।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, সাধারণত কৃষকরা বৃষ্টির পানি দিয়েই আমন চাষ করেন। বৃষ্টি না হওয়ায় তাঁরা কৃষকদের সেচ দিয়ে ধান চাষ করতে উদ্বুদ্ধ করছেন। সেচ দিয়ে চাষ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।