শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ, আপনি কি পেলেন?

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ, আপনি কি পেলেন?

আন্তর্জাতিক ডেস্ক : নেটদুনিয়ায় নিত্যনতুন অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হচ্ছে। আর তাতেই নেটিজেনরা পরখ করে নেন তাদের বুদ্ধির দৌড়। আজকের বিশেষ ছবিটি তেমনি একটি ছবি।

অপটিক্যাল ইল্যুশনের এই ছবিটি তৈরি করা হয়েছে মানুষের বুদ্ধির দৌড় জানার জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবিটি দিয়ে আপনিও চাইলে নিজেকে যাচাই করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছবির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ এই একটি ছবিতে আপনি শুধু একটি সাদা কালোর মুখায়বই খুঁজে পাবেন না, সেই সঙ্গে পাবেন একটি ইংরেজি শব্দও।

এর জন্য অবশ্য আপনার দৃষ্টিশক্তির সঙ্গে মস্তিষ্কের প্রখরতাও বেশ জরুরি। নেটিজেনরা বুদ্ধির এই খেলাটি বেশ পছন্দ করেছেন। নিজেরা সমাধান করে পরিচিতদের কাছেও ছবিটি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!

ছবিতে সাদাকালোর মুখায়বের বিভিন্ন অংশের মধ্যে ফুটে উঠেছে এক একটি ইংরেজি বর্ণ। বর্ণগুলো খুঁজে না পেলে এই ছবির সমাধানের সঙ্গে আপনার উত্তরটি ঝালাই করে নিতে পারেন।

ছবিতে নাকের অবয়বে ইংরেজি বর্ণ এল, ঠোঁটের ওপরের অংশে আই, ঠোঁটের অংশে এ এবং গলার অংশ দিয়ে ইংরেজি বর্ণ আর বর্ণটিকে সুন্দর ও নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছে।

এই চারটি ইংরেজি বর্ণকে একসঙ্গে করলে যে ইংরেজি শব্দটি আমরা খুঁজে পাই তা হলো লাইয়ার। যার বাংলা অর্থ দাঁড়ায় মিথ্যাবাদী।

রাস্তার মাঝখানে শুয়ে আছে সিংহের দল, গাড়ি দেখেও সরছে না



Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102