স্টাফ রিপোর্টার।।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ওপরে ৬মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রীমকোর্ট। ১আগস্ট সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বারকোর্ট এ আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২আগস্ট) সুপ্রীমকোর্টের আইনজীবী জয়নুল আবেদীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত ৩০জুন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আক্তারুজ্জামানের যৌথ বেঞ্চ খুলনা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ওপরে ৬মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ওই রিট পিটিশনটি দাখিল করেছিলেন মেসার্স কন্ট্যাক্ট ক্লিনিং সার্ভিসেস লিঃ এর মালিক মোঃ হেমায়েত হোসেন ফারুক নং- ৭৬০০/২০২২। এবিষয়ে সিভিল পিটিশন লিভ টুআপিল নং-২১০৩/২২ শুনাণী শেষে ১আগস্ট সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বারকোর্ট ওই নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন।
Post Views:
18