সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

শরণখোলায় সাবেক ইউপি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে!

  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় সাবেক এক ইউপি সদস্যের জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে সেকান্দার আলী ফকির নামের এক প্রভাবশালী। এছাড়া ওই ইউপি সদস্যকে পথেঘাটে ভয়ভীতি দেখানোসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন মো. নূরুল ইসলাম শেখ নামে সাবেক ইউপি সদস্য।

উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের সাবে ইউপি সদস্য নূরুল ইসলাম শেখ লিখিত অভিযোগে জানান, তার বাবা মৃত হাজী মোক্তার আলী শেখ ১৯৫৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিভিন্ন দাগ-খতিয়ানে মৃত রহম আলী, জজ আলী, মোহাম্মদ আলী ও প বিবির কাছ থেকে ৪ এক ৬৬ শত জমি ক্রয় করেন। জন্মের পর থেকেই তিনি ও তার পরিবার বাবার ক্রয়সূত্রে এই জমি ভোগদখল করে আসছেন।

কিন্তিু হঠাৎ করে তাদের গ্রামের মৃত কাছেম আলীর ছেলে সেকান্দার আলী ফকির এই জমির মধ্যে তাদের অংশ দাবি করেন। এমনকি তৎকালী জমিতাদাদের নাতী-পুতিদের এনে জমির শরীক সাজিয়ে হয়রানি করেন। এরপর থেকে বিভিন্ন সময় সেকান্দার আলী লোকজন নিয়ে জমি জোরপূর্ব দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

ইউসি সদস্য নূরুল ইসলাম শেখ বলেন, সেকান্দার আলী জমি দখলে নিতে না পেরে আমাকে পথেঘাটে একা দেখলে অকথ্য ভাষায় গালাগালি করেন। ভয়ভীতি দেখান। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ করে হেনস্তা করেন।

এসবের প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের একের পর এক হুমকি দিয়ে আসছেন। সেকান্দার আলীর হুমকিতে এখন আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছি। সাংবাদিকদের মাধ্যমে আমি এই ঘটনার সুষ্ঠু প্রতিকার চাই প্রশাসনের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102