শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই, দেশে রিজার্ভ নেই: মনা

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই, দেশে রিজার্ভ নেই: মনা

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করতে গিয়ে শেখ মুজিবের বাকশালকেও হার মানিয়েছে। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই, দেশে রিজার্ভ নেই। লুটপাট করে দেশের সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। যে কারনে দেশ আজ গভীর সংকটে পড়েছে। মানুষ কথা বললে গুলি করে। কথা বলার স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা নাই, ভোটাধিকার নাই, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। চারি দিকে শুধু নাই আর নাই। একদিন দেখবেন শেখ হাসিনাও ক্ষমতার মসনদ থেকে নাই হয়ে গেছে।
রবিবার (০৭ আগস্ট) বিকাল ৪টায় খানজাহান আলীর আটরা গিলাতলা ইউনিয়ন ও সন্ধ্যায় ৭টায় খালিশপুরের ৮নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে, কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মোঃ শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা মোঃ তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হাবিবুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদুল হোসেন, কাজী আব্দুল লতিফ, লিটন খান, পাপিয়া পারুল প্রমুখ। কর্মীসভায় মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে ৮নং ওয়ার্ড বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এর আগে শনিবার (৬ আগস্ট) পাবলা সবুজ সংঘ বিদ্যাপীঠে খুলনা মহানগর বিএনপির অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে, প্রধান বক্তা মোঃ শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা মোঃ তারিকুল ইসলাম জহীর। এসময় উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, কামরুজ্জামান টুকু, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শেখ ইমাম হোসেন, সুলতান মাহমুদ, শরীফ আনাম, আনসার আলী, আজিজা খানম এলিজা, নাজমুল হুদা চৌধুরী সাগর, এ্যাড. কানিজ ফাতেমা আমিন প্রমুখ। সভায় মুর্শিদ কামালকে আহবায়ক করে ৬নং ওয়ার্ড বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।


Post Views:
44



নিউজের উৎস by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102