জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। পণ্য পরিবহনে খরচ বাড়ায় এর প্রভাব পড়ছে বিভিন্ন পণ্যের দামে। এরই মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা।
আনিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাসান আলী বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে ভারতীয় ২২ টাকার পেয়াজ এখন বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা। ২ দিনের ব্যবধানে পাইকারি দরে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে। পণ্য পরিবহনে রাজধানী, চট্রগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্নস্থানে ট্রাক প্রতি খরচ বেড়েছে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বন্দরে। ট্রান্সপোর্ট খরচ বেড়েছে। ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অতিরিক্ত মূল্যবৃদ্ধি না করতে বলা হয়েছে।
ভোমরা স্থল বন্দরের উপ পরিচালক মনিরুল ইসলাম বলেন, বন্দর দিয়ে দৈনিক ৩৫০ ট্রাক পণ্যবাহী ট্রাক ভারত থেকে আমদানি হয়। ভারতে রপ্তানি হয় ৫০ ট্রাক। দৈনিক রাজস্ব আদায় হয় সাড়ে ৩ কোটি টাকা। বর্তমানে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।