শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ন

কর্মীসভায় মারপিটের ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
কর্মীসভায় মারপিটের ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় মারপিটের ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে আহত বিএনপি নেতা ডা. ফারুক হোসেন এর ছোট ভাই শেখ মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দায়েরকৃত মামলায় তিনি উল্লেখ করেন, আসামী বেগ তানভিরুল আজম, ওয়াহিদুর রহমান দিপু (৫৫), মহিউদ্দিন দোলন (৩৮), মোঃ কবির হোসেন(৩৫), রফিকুল ইসলাম(৩৫) ও সবুজ (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন গত ০৬আগস্ট বিকাল অনুমান পৌনে ৬টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে বাদীর এলাকার বড় ভাই মাসুদ খান বাদল (৫০) কে অসুস্থ অবস্থায় পেয়ে তার বড় ভাই মোঃ ফারুক হোসাইন চিকিৎসার জন্য একটি ইজিবাইক যোগে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে খুলনা থানাধীন হাদিস পার্ক সংলগ্ন নগর ভবনের সামনে পৌঁছালে আসামীরা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাদীল বড় ভাইয়ের ইজিবাইক গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাদীর বড়ভাই গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, চড়, থাপ্পর, লাথি মারতে থাকে।

এসময় ৩নং আসামীর হাতে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করে সে ডান হাতে দিলে ঠেকালে তার ডান হাতের কজ্বির উপর লেগে হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়। এসময় ৪নং আসামীর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করলে কপালে লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ২, ৫ ও ৬নং আসামীরা হত্যা করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে এতে বাদীর বড় ভাই মূমুর্ষূ অবস্থায় রাস্তার উপর পড়ে থাকলে ৬নং আসামী প্যান্টের পকেটে থাকা তার ব্যবসায়িক নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং আমার গলায় থাকা বার আনা ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা নিয়ে নেয়।

তিনি আরো উল্লেখ করেন, আহত ফারুক হোসেন ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে আসামীরা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে বলে, কোন মামলা মোকর্দ্দমা করলে পরবর্তীতে বাদীর বড় ভাইকে খুলনা শহরের যে স্থানে পাবে সেখানেই জীবনের তরে শেষ করে ফেলবে।

খুলনা থানার সেকেন্ড অফিসার টিপু সুলতান জানান, বাদী লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর-১৩, তারিখ ৯ আগস্ট ২০২২। মামলার ধারা ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪,৩২৫,৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬।


Post Views:
26



নিউজের উৎস by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102