শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ধলু পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।
এ ব্যাপারে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুসরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌঁছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।