মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

মধুখালীতে কাঁচা মরিচের দাম ২৬০ টাকা! | Adhunik Krishi Khamar

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
মধুখালীতে কাঁচা মরিচের দাম ২৬০ টাকা! | Adhunik Krishi Khamar




ফরিদপুরের মধুখালীতে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। উপজেলার হাটবাজার গুলোতে কয়েক দিনের ব্যবধানে প্রতিমণ মরিচের পাইকারি দাম ৩৫০০ থেকে বেড়ে ৮ হাজার টাকা মণ হয়েছে। খুচরা বাজারে মরিচ ২৫০-২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দিন দিন কাঁচামরিচের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

এদিকে আড়তদাররা প্রতিমণ কাঁচা মরিচ ৮ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করছেন। এত মরিচের পাইকারি দাম দাঁড়ায় ২১০ টাকা। আর খুচরা বিক্রেতারা ২৫০-২৬০ টাকা বিক্রি করছেন।

মধুখালী মরিচ বাজারের আড়তদার মো. আব্দুর নূর ও মাহফুজ মোল্যা বলেন, এজেলায় চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কম। তাই দাম বেড়েছে। গত ২ দিন আগে প্রতিমণ কাঁচা মরিচ ৬-৭ হাজার টাকায় কিনেছিলাম। এখন সেই মরিচ ৮ হাজার থেকে ৮ হাজার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। ঢাকা, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এবাজার থেকে মরিচ কিনতে আসেন। তারাও বেশি দাম দিয়ে কিনে নিচ্ছেন।

উপজেলা কৃষিকর্মকর্তা আলভির রহমান জানান, এ মৌসুমে মরিচের ফলন ভালো এবং দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। এ বছর উপজেলায় ২ হজার ৬৬৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত মৌসুমে ২ হ্জার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছিল। দাম ভালো হওয়ার কারণে আগামীতে আরও বাড়তে পারে মরিচের চাষ।









Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102