সুন্দরবন ডেক্স: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সম্পর্কে জানতে হলে আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। জাতির পিতার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে এই প্রজন্মের শিক্ষার্থীদের।
বুধবার (১৭ আগস্ট) শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ডা. মোজাম্মেল হোসেন অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি মিলন এ কথা বলেন।
এর আগে এমপি মিলন কলেজ ক্যাম্পাসে শেখ রাজিয়া নাসের ছাত্রী নিবাস ও শহীদ মনিরুজ্জামান বাদল ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন এবং শিক্ষা প্রকৌশ বিভাগের অর্থায়নে নির্মিত সেমিপাকা একাডেমিক বভনের সাম ফলক উন্মোচন করেন।
কলেজ অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃততা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী,
থানার ওসি মো. ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
প্রভাষক আকন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক গোলাম মোস্তফা মধু,
ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হাসান তেনজিন, বর্তমান সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতাসহ ৭৫এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।