সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় কোবিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষ্যে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অফিসারর্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী।
বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জাইকা প্রতিনিধি মোঃ রিয়াজ হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম আকন প্রমুখ।
প্রকল্প ব্যবস্থাপক রাগিব আহসান জানান, কোবিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ও পিছিয়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনার লক্ষ্যে “স্বপ্নের ঠিকানা” প্রকল্পের আওতায় চরা লে স্কুল প্রতিষ্ঠা করা হবে। ঝড়ে পড়া ও পিছিয়ে পড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলস্্েরাধারার সাথে সম্পৃক্তকরন করা হবে।