শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

শরণখোলায় প্রশিক্ষণের বিনিময়ে রেডক্রিসেন্টের উদ্যোগে অর্থ পেল শত শত পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শরণখোলায় ৪শ’৭৫ জন দুস্থ পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছে রেডক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার বিকেলে খোন্তাকাটা বাজারে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিট কতৃক বাস্তবায়নাধীন উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস
কর্মসূচির অধীন সাউথখালী,রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের ৪৭৫ জন উপকার ভোগীদের মাঝে প্রশিক্ষণের বিনিময়ে অর্থের চেক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ এ্যাডঃ আমিরুল আলম মিলন।

এ সময় এমপি বলেন,রেডক্রিসেন্ট সোসাইটি সেবাদান প্রতিষ্ঠান হিসেবে সবসময় মানুষের পাশে রয়েছে। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি করোনা অতিমারীতে ঘরবন্দী ও অসহায় মানুষয়ের পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘ মহামারীকালে বিতরণ করেছে সুরক্ষা সামগ্রী,বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও নগদ অর্থ।

রেডক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির জিলামের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোঃ সাদিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন,কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সদস্য সরদার আবুল কালাম মিন্টু,জাইকা কর্মকর্তা মোঃ মিয়া রিয়াজুর রহমান রিপন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,

উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ,তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি,সাংবাদিক, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যগন এবং উপকারভোগী শত শত পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102