বিশেষ প্রতিনিধিঃ রিপা আক্তার মীম খুলনা কলেজিয়েট স্কুলের এস,এস,সি পরীক্ষার্থী।তার বাবা একজন দিন মুজুর,সে অনেক কষ্ট ও পরিশ্রম করে তার দুই সন্তানকে লেখাপড়া করান,বেশ কিছুদিন ধরে সে দুশ্চিন্তায় পড়ে যায়,মেয়ের স্কুলের বেতন(১৭০০০।=) বকেয়া রয়েছে,টাকা পরিশোধ করতে না পারলে স্কুল থেকে প্রবেশ পত্র দিবে না।
বিষয় টা মিম এর বাবা খুলনা জেলা ছাত্রলীগের সিনিয়ার সহ সভাপতি মারুফ হুসাইনকে জানানোর পর তিনি ছাত্রলীগের সভাপতি জয়কে অবহিত করেন।
তিনি মারুফ হোসেনকে আশ্বস্ত করেন তিনি মীম এর পাশে থাকবেন।তার আশ্বাস অনুযায়ী মারুফ হোসাইন এর কাছে বকেয়া টাকার ব্যাবস্থা করে দেন করে এবং এর পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দেন।মারুফ হোসাইন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং এডমিট কার্ড পাওয়ার ব্যবস্থা করেন।
মারুফ হোসাইন বলেন,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি র মানবিকতায় নতুন করে জীবন যুদ্ধে স্বপ্ন পূরণের লক্ষ্যে এস,এস,সি পরীক্ষার্থী মীম।মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন সেই প্রত্যাশা ও দোয়া সব সময় আল-নাহিয়ান খান জয়