রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২২ রাত ১০.০০ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ে এ জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়েছে।
রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী’র নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম’র আয়োজনে , ছাত্রলীগ নেতা মোঃ কাবীর হোসেন’র সার্বিক তত্বাবধানে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করা হয়।
উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড: চয়ন মন্ডল সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।