সুন্দরবন ডেক্স: “সংঘাত নয় ঐক্যের বাংলাদেরশ চাই” প্রতিপাদ্য বিষয় শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭সেপ্টম্বর) বিকেল ৪টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
পিএফজি শরণখোলা শাখার সমন্বয়কারী ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি ও পিচ এ্যাম্বাসেডর ডিস্ট্রিক নেটওয়ার্কের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ওয়াদুদ আকন, বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, মোংলা পিএফজির সমন্বয়কারী সিপিবি নেতা নুর আলম শেখ, বাগেরহাট সদর পিএফজির এ্যাম্বসেডর মোঃ হাসিবুর রহমান, ফকিরহাটের মোঃ আরিফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত প্রমুখ।
সভায় বক্তারা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।