আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম (৪৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি পৌর শহরের ৯নং ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফোরকান ফকির এর স্ত্রী।
পুলিশ জানায়, মোংলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মোংলা থানার (এসআই) রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে রবিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করে। এসময় আটকৃতের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সোমবার (৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ৫০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম (৪৮) কে আটক করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।