রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম।
গত ২৯ সেপ্টেম্ববর বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক ঐদিন শিক্ষা কর্মকর্তা উপস্থিত সদস্য, প্রধান শিক্ষক ও প্রার্থীদের সাথে আলোচনা করে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করেন এবং ২ তারিখ রবিবার পরবর্তী দিন ধার্য করেন
সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, রামপাল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
গতকাল রবিবার নির্বাচন অনুষ্টানের আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ রবিউল ইসলাম।
সদস্য নির্বাচিত হয়েছেন সাইদ শেখ, খোকন মন্ডল, নাহিদা খানম, নারায়ন মন্ডল, এম, এম মহিতুর রহমান, মোঃ জাকির হোসেন, শেখ আওরঙ্গজেব ছোট, প্রভাস মন্ডল, আজমিরা খানম প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক ও অত্র বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা রানী বিশ্বাষ।