শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৮ নং ওয়ার্ড মোরেলগঞ্জে হাতি প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। ২২৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১২০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার তালা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। এছড়া এই ওয়ার্ডের অপর প্রতিদ্বন্দ্বী শাহচান মিয়া শামীম পেয়েছেন ৫ ভোট, কামাল হোসেন পেয়েছেন ১ ও খান মো. আরিফুল ইসলাম পেয়েছেন ১ ভোট।
অপরদিকে সংরক্ষিত ৩নং মহিলা আসনে ফুটবল প্রতীক নিয়ে মাছুুদা আক্তার মুক্তা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। ৩৬৭ ভোটের মধ্যে মাছুদা আক্তার মুক্তা ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা পেয়েছেন ১১৬ ভোট ।
আজ সোমবার বেলা ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমএ শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলে।নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য আনছার,পুলিশ, বিজিবি,ও র্যাব সদস্যরা কর্মরত ছিলেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক মোবাইলকোর্ট টহলরত ছিলো।
ভোট গ্রহন শেষে বেলা ৩ টায় প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।